ঝাড়গ্রাম: শনিবার রাত ১ টা থেকে ভোর ৩টা পর্যন্ত প্রায় ১৫টি হাতি সব্জি, ধান জমিতে ঢুকে তাণ্ডব চালায়। এমনকি গ্রামবাসীদের বাড়ির দরজাও ভেঙে দিয়েছে। গ্রামের বাসিন্দারা সারারাত খুব আতঙ্কে ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, শুধু আজ নয় বেশ কয়েক দিন ধরে শুষনি ও কুমারী গ্রামে ওই হাতির দল তান্ডব চালাচ্ছে। সতীশ, চঞ্চলা, যদুনাথ, দীনবন্ধুরা বলেন, ধান ও সব্জিখেত মিলে ৮ থেকে ১০ বিঘা জমির ফসল নষ্ট করছে।
রাতভর হাতির তান্ডবে অতিষ্ট শুষনি গ্রাম
রবিবার,১০/০৩/২০১৯
440
বাংলা এক্সপ্রেস---