এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক


রবিবার,১০/০৩/২০১৯
450

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার রাতে গোপীবল্লভপুর থানার বাকড়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজু হাতি (২৬)। সে পেশায় রাজমিস্ত্রি। শুক্রবার অভিযুক্তকে ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ২দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর ওই নাবালিকা মেয়েটি গত বুধবার ভীম মেলা গিয়েছিল। সেই সময় মেলা থেকে জোর করে টেনে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। গত বৃহস্পতিবার বিকালে মেয়েটির বাবা গোপীবল্লভপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। পুলিস ধর্ষণ সহ পসকো ধারায় মামলা রুজু করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রা঩তে ওই যুবককে গ্রেপ্তার করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট