দেখে নিন একনজরে ৭ দফা লোকসভা ভোটের কর্মসূচি


মঙ্গলবার,১২/০৩/২০১৯
470

বাংলা এক্সপ্রেস---

সপ্তদশ লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট ৭ দফায় হবে ভোট। প্রথম দফায় ভোট ১১ এপ্রিল । ভোট শেষ হবে ১৯ মে। ফল ঘোষণা রবিবার দিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পাশাপাশি দেশজুড়ে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চত করতে বদ্ধপরিকর কমিশন। ভোটের দিন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যের বোর্ডের পরীক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের তারিখের কথা মাথায় রাখা হয়েছে, জানিয়েছেন সুনীল অরোরা।গোটা দেশে প্রায় ৯০ কোটি ভোটার আছেন, নতুন ভোটার দেড় কোটি। সমস্ত ভোটকেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হবে।এই প্রথম প্রার্থীদের ছবি থাকবে ইভিএমে।পশ্চিমবঙ্গে ভোট হবে ৭ দফায়।

প্রথম দফা ১১ এপ্রিলঃ-
অন্ধ্রপ্রদেশ ২৫ টি আসন, অরুণাচলের ২ আসন, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, জম্মু কাশ্মীরের, মণিপুর ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ নাগাল্যান্ডের ১, ওড়িশা ৪, সিকিম ১, তেলেঙ্গানার ১৭ ত্রিপুরা ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান নিকোবর ১, লাক্ষাদ্বীপের ১ আসনে-সহ মোট ৯১ ভোট।

দ্বিতীয় দফা ১৮ এপ্রিলঃ-
অসম ৫, বিহার ৫, ছত্তিশগড় ৩, জম্মু কাশ্মীর ২, কর্ণাটক ১৪, মণিপুর ১, ওড়িশা ৫ তামিলনাড়ু, ২৯, ত্রিপূরা ১, উত্তরপ্রদেশের ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১সহ-মোট ৯৭ আসনে ভোট।

তৃতীয় দফা ২৩ এপ্রিলঃ-
অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাট ২৬, গোয়া ২, জম্মু কাশ্মীর ১, কর্ণাটকের ১৪, কেরল ১৪, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ১০, দাদরা নগর হাবেলির ১, দমন এবং দিউ ১টি আসন মিলিয়ে ১১৫ আসনে ভোট।

চতুর্থ দফা ২৯ এপ্রিলঃ-
বিহার ৫, জম্মু কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তরপ্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮ সহ মোট ৯ রাজ্যে ৭১ আসনে ভোট।

পঞ্চম দফা ৬ মেঃ-
বিহার ৫, জম্মু কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গের ৭ আসন-সহ মোট ৫১।

ষষ্ঠ দফা ১২ মেঃ-
বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৮, পশ্চিমবঙ্গের ৮ টি, দিল্লির ৭ টি আসন সহ মোট ৫৯ আসনে ভোট।

সপ্তম দফা ১৯ মেঃ-
বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পাঞ্জাব ১৩,চন্ডিগড় ১, পশ্চিমবঙ্গ ৯, হিমাচল ৪ টি আসনে ভোট হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট