রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে একসেসিবিলিটি অবজারভার নিয়োগ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন


শনিবার,১৬/০৩/২০১৯
803

বাংলা এক্সপ্রেস---

এ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে একসেসিবিলিটি অবজারভার নিয়োগ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আজ কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু। তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ঠিকমতো হচ্ছে কিনা এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবে এই অ্যাক্সেসিবিলিটি অবজারভার।

তিনি বলেন, রাজ্যের 6 জন ডিভিশনাল কমিশনার কে এই পদে নিযুক্ত করা হয়েছে। সঞ্জয় বাবু জানান,যাতে ভোট পড়ার ক্ষেত্রে কোন রকম সমস্যা তৈরি না হয় তাই প্রতিটি বুথে ভোট দান শুরু হওয়ার আগে মকপোল  করে নেওয়া হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ন্যাশনাল গ্রিইভান্স সার্ভিসের মাধ্যমে 300  এবং ইভিজিল এর মাধ্যমে 351 টি অভিযোগ এসেছিল। এর বেশিরভাগই সমাধান হয়ে গেছে। তিনি এ দিন জানান নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামীকাল শুক্রবার থেকেই 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পৌঁছে যাচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট