উত্তর দিনাজপুরের লক্ষ্মীপুরে প্রথম কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করলো শুক্রবার


শনিবার,১৬/০৩/২০১৯
442

বাংলা এক্সপ্রেস---

রাজনৈতিক সংঘর্ষে যে এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে, লোকসভা নির্বাচনের মুখে যে এলাকায় সংঘর্ষের পাশাপাশি খুন, সন্ত্রাস ছড়িয়ে পড়েছে ,বাড়ির পর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে; সেই এলাকাতেই অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুরে জেলার মধ্যে প্রথম কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করলো শুক্রবার।

এলাকায় এসেই এদিন চোপড়া থানার লক্ষ্মীপুরের পাশাপাশি ডাঙ্গাপাড়া, যাত্রা গাছ সহ বেশ কয়েকটি গ্রামে রুট মার্চ করে ওই বাহিনী। এদিন এ খবর জানান উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি বলেন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দল পৌঁছে গেছে চোপড়াতে।

এই প্রথম লোকসভা নির্বাচনে জেলাতে কেন্দ্রীয় বাহিনী চোপড়াতে এসে প্রবেশ করল। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজে থমথমে এলাকা যেন আবার জেগে উঠেছে। রুটমার্চ করে তা জানিয়ে দিল এলাকায় ।প্রয়োজন শান্তিপূর্ণ পরিস্থিতি। সামনেই লোকসভা নির্বাচন।তাইই যেন জানিয়ে দিল তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট