চিল্কীগড় কণকদূর্গা মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু বীরবাহা সোরেন টুডুর


শনিবার,১৬/০৩/২০১৯
457

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই রাজনৈতিক দলগুলি তাদের মনোনীত প্রার্থীদের বাছাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে সবার থেকে এগিয়ে পশ্চিমবঙ্গে শাসনে থাকা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস গত সোমবারই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে আগাম প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

এই প্রার্থী তালিকায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে স্থান পেয়েছে বীরবাহা সোরেন টুডু। লোকসভা ভোটের লড়াইয়ে নেমে বীরবাহা সোরেন টুডু আজ চিল্কিগড় কণকদূর্গা মন্দিরের মায়ের পুজো দিয়ে প্রচারে নামলেন| সঙ্গে ছিলেন সাঁকরাইলের ব্লক সভাপতি সোমানাথ মহাপাত্র প্রমুখ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট