যুদ্ধবাজ দেশ হিসাবে পরিচিত মার্কিণ যুক্তরাষ্ট্র বা আমেরিকা।আমেরিকাকে হারাবে এমন শক্তি গ্রহে পাওয়া মুশকিল।অথচ ক্রিকেট মাঠে ব্যাটে-বলের লড়াইয়ে আমিরশাহীর নিকটে পর্যুদস্ত হল তারা।শনিবার আইসিসি একাদেমীর মাঠে ব্যাট-বলের যুদ্ধে মাঠে নামে আমিরশাহী ও আমেরিকা।এদিন দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৮২ রানের বড়সড় রান করে।১৮৩ রানের জয়ের লক্ষে মাঠে নামে আমেরিকান ব্যাটসম্যানেরা।শেষ অবধি তারা ৬ উইকেটের বিনিময় ১৫৮ রান করতে সমর্থ হয়।ফলে ক্রিকেটের যুদ্ধে ২৪ রানের পরাজয় বরণ করতে বাধ্য হয় আমেরিকা।
যুদ্ধে আমিরশাহীর কাছে হার আমেরিকার!কি যুদ্ধ জানতে হলে প্রতিবেদনটি পড়ুন
শনিবার,১৬/০৩/২০১৯
810
বাংলাএক্সপ্রেস---