অভূতপূর্ব হ্যাটট্রিকের পর বেটিস সমর্থকের হাততালি কুড়োলেন মেসি


মঙ্গলবার,১৯/০৩/২০১৯
693

বাংলা এক্সপ্রেস---

কোন কোন সময় তারকারা বিপরীত দলের সমর্থকদেরও নিজের খেলার কেরামতিতে মুগ্ধ করে দেয়। রবিবার মেসিও সেরকম কিছু করে দেখালেন। রিয়েল বেটিসের বিরুদ্ধে অভূতপূর্ব হ্যাটট্রিক করার পর মেসির খেলায় মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে রিয়েল বেটিসের এক সমর্থক। সেভিলে বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে যখন ৮৫ মিনিটে মেসি তৃতীয় গোল করেন তখন স্টেডিয়াম জুড়ে ‘মেসি! মেসি! মেসি!’ শব্দে চিৎকার হতে থাকে।

লা লিগা তে এটি মেসির ৩৩ তম হ্যাটট্রিক। বার্সেলোনার জন্য এটি মেসির ৪৫ তম হ্যাটট্রিক এবং নিজের কেরিয়ারে ৫১ তম হ্যাটট্রিক। ম্যাচের শেষে রিয়েল বেটিসের ফ্যানের হাততালি দেখে মেসির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে গেলে মেসি বলেন, এরকম ঘটনা আগে ঘটেছে কিনা বলতে পারব না। যখনই আমি এখানে খেলতে আসি তখনই আমি ভালো ব্যবহার পাই তাই আমি কৃতজ্ঞ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট