ভোটের আগে লালগড়ে কুড়মীদের বিশাল জমায়েত


মঙ্গলবার,২৬/০৩/২০১৯
497

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ভোটের আগে রাজনৈতিক দলগুলিকে তিন দফা দাবিতে সোমবার লালগড় ফুটবল মাঠে বিশাল জমায়েত করে সভা করল কুড়মীরা। সংগঠনের মূল দাবি, কুড়মীদের পুনরায় আদিবাসী (এসটি) তালিকাভুক্ত করতে হবে, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং ‘কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। তবে লোকসভা ভোটের আগে কুড়মীদের এই জমায়েত খুবই তাৎপর্যপূর্ন।

২৭ মার্চ বাঁকুড়ার রাইপুরে এবং ২৯ মার্চ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে সমাবেশ হবে। ৩০ মার্চ বাঁকুড়াতে কেন্দ্রীয় কমিটির মিটিং-এ কুড়মী সমাজ কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে তা জানা যাবে। তাই ৩০ মার্চের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দল। কারণ, জঙ্গলমহলের এই কেন্দ্রে মোট ভোটারের ২২ শতাংশ কুড়মি। আর পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর মিলিয়ে জঙ্গলমহলের লোকসভা কেন্দ্রগুলি ধরলে কুড়মী ভোটার রয়েছেন প্রায় ৪২ শতাংশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট