ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এস.ইউ. সি. আই (কমিউনিস্ট) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন সুশীল মাণ্ডি। এস. ইউ. সি. আই. (কমিউনিস্ট) পার্টির কর্মীরা তাঁর সমর্থনে ইতিমধ্যে ঝাড়গ্রাম শহরে দেওয়াল লিখন শুরু করেছেন।
ঝাড়গ্রাম লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন সুশীল মাণ্ডি
মঙ্গলবার,২৬/০৩/২০১৯
437
বাংলা এক্সপ্রেস---