শিয়ালদা স্টেশনে আরপিএফ আটক করল নাজির খানকে। ১০ লক্ষ টাকা সহ আটক। নাজির খান টিটাগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। জানা গেছে তার খাটালের ব্যাবসা ছাড়াও মুর্শিদাবাদে বিড়ির ব্যাবসাও আছে। টাকার উৎস কী তা নিয়ে সদুত্তর দিতে পারেনি বলে জানা গিয়েছে।
শিয়ালদা স্টেশনে ১০ লক্ষ টাকা সহ আটক নাজির খান
বুধবার,২৭/০৩/২০১৯
1217
বাংলা এক্সপ্রেস---