দলকে সুস্থ-সবল করতে না পারলে ডাক্তারি করবেন না, কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর


বুধবার,২৭/০৩/২০১৯
493

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: দলকে সুস্থ-সবল করতে না পারলে ডাক্তারি করবেন না, কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠী কোন্দল মেটাতে ফের বার্তা তৃণমূলের রাজ্য সভাপতির। পাশাপাশি ভোট বৈতরণী পার করতে অর্থ সমালোচকের ভূমিকাতেও দেখা গেল তাকে। সুব্রত বক্সীর দাবি, বাংলায় রাজনৈতিক বিরোধিতা কোথাও নেই মানুষ আমাদের বিরোধী আছে। দলীয় নেতাকর্মীদের আচার আচরণ বা চালচলনে কোথাও যদি মানুষ ক্ষুব্দ থাকে তাহলে তাকে বোঝানোর পরামর্শ দিয়েছেন দলের রাজ্য সভাপতি।

বুধবার মেদিনীপুর জেলার ডেবরায় ভোট প্রচারের রননীতি তৈরিতে এক কর্মী সম্মেলনে যোগ দেন তৃণমূলের রাজ্য সভাপতি। কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, সংঘবদ্ধ হয়ে ভোটের প্রচার চালাতে হবে, মতের তফাৎ থাকতে পারে তবে সব ভুলে মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক সহ মকরামপুর নারায়ণগড় একাধিক এলাকায় গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ এসেছে। যা নিয়ে আদতে বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। ভোটের আগে সেই অস্বস্তি কাটানোর চেষ্টায় তৃণমূলের রাজ্য সভাপতি।

এদিনের কর্মীসভায় বিজেপির পাশাপাশি সংবাদমাধ্যমকে নিশানা করে সুব্রত বক্সী। তার কথায়, সংসদীয় গণতন্ত্রে সব থেকে ক্ষতিকারক সংবাদ মাধ্যম। সংবাদমাধ্যমকে প্রলোভনের ভিত্তিতে একত্রিত করে প্রচার ক্ষমতাকে হাতানোর অভিযোগও করেন তৃণমূলের রাজ্য সভাপতি। নির্বাচনের প্রাক্কালে ঘরোয়া কোন্দল মিটিয়ে তৃণমূল ভোট বৈতরণী পার করতে কতটা সফলতা পায় সেটাই এখন দেখার বিষয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট