কুচনেশ্বর মন্দিরে পূজা দিয়ে, রোড শো করেন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন


শুক্রবার,২৯/০৩/২০১৯
453

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম : শুক্রবার নয়াগ্রাম থানার উপর পাতিনা গ্রামের বাবা কুচনেশ্বর মন্দিরে পূজা দিয়ে,প্রচার শুরু করেন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। এদিন রোড শো উপর পাতিনা থেকে শুরু করে দেউলবাড়, রামচন্দ্রপুর, বড়ডাঙা, ভালিয়াঘাটি,টোটাসাই, কলমাপুকুরিয়া,ছোট ঝড়িয়া হয়ে খড়িকামাথানি তে সমাপ্ত হয়।

প্রায় ত্রিশ কিমি রোড শো তে ছিল গাড়ির লম্বা লাইন,এলাকায় এলাকায় প্রচার গাড়ীতে প্রার্থী পৌঁছে যেতেই ঝাঁকে ঝাঁকে মানুষ ছুটে আসেন।প্রার্থী মানুষের কাছে গিয়ে আবেদন জানান,উন্নয়নের কান্ডারী মমতা বন্দোপাধ্যায়ের হাত কে শক্ত করতে ও উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে ও শান্তি বজায় রাখতে আমাকে আমাকে আশীর্বাদ করুন।

এদিনের রোড শো তে উপস্থিত ছিলেন, বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু, চূড়ামনি মাহাত প্রমুখ। তবে এত গাড়ি দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । বলেছেন, এখনই যদি একলাখি প্রচার, পরে কি হবে!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট