পশ্চিম মেদিনীপুর: প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত পিয়ারডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকারঘটনা। জানা গেছে, শনিবার সকালে, এক তরুণী থানায় গিয়েজানায় তার প্রেমিক তাকে ধোকাদিয়েছে তাই সে বিষ খেয়েছে বলেঅভিযোগ করেন। পুলিশ বিষয়টিবুঝতে পেরে তরুণীকে তৎক্ষণাৎচন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তিকরে।
তরুনীর পরিবার সূত্রে খবর, বছর তিনেক ধরে গ্রামেরএক যুবকের সাথে সম্পর্ক ছিল ওই তরুনীর যুবকের বাড়ির লোকবিষয়টি মেনে না নেওয়ায় যুবকটিওই তরুণের সঙ্গে কয়েকদিন ধরেইকথা বন্ধ করে দেয় ইতিমধ্যেই তরুনীর পরিবার চন্দ্রকোনা টাউনথানায় লিখিত অভিযোগ দায়েরকরেছেনঘটনার পর থেকেই ওইযুবক পলাতকযুবকের খোঁজেতদন্ত শুরু করেছে পুলিশ।
বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক তরুণী
রবিবার,৩১/০৩/২০১৯
525

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: