ঝাড়গ্রাম শহরে ষাঁড়ের আক্রমণে জখম এক গর্ভবতী মহিলা সহ তিন


বৃহস্পতিবার,০৪/০৪/২০১৯
483

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে ষাঁড়ের আক্রমণে জখম হলেন এক গর্ভবতী মহিলা সহ তিনজন। বিকেলে থেকে ষাঁড়টি শহরের একাধিক জায়গায় মানুষকে জখম করে। তবে জখমদের মধ্যে তিনকড়ি দত্ত বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। তিনি ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। শহরের রঘুনাথপুর ও পুরাতন ঝাড়গ্রাম এলাকায় মানুষকে তাড়া করতে থাকে ষাঁড়টি।

পুরাতন ঝাড়গ্রাম এলাকায় এক গর্ভবতী মহিলা ও রাস্তার এক ভবঘুরে তুলে আছাড় মারে। মানুষজনের তাড়া খেয়ে পাগলা ষাঁড়টি পুরাতন ঝাড়গ্রাম থেকে রঘুনাথপুরের দিকে চলে যায়। বিকেলে রাস্তায় হাঁটছিলেন পাঁচকড়ি দত্ত নামে এক বৃদ্ধ। সেটেলমেন্ট মোড় এলাকায় ওই বৃদ্ধকে তুলে আছাড় মারে ষাঁড়টি। ষাঁড়ের শিং-এ বৃদ্ধের পেটে ও কানের নীচে গভীর ক্ষত হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট