পশ্চিম মেদিনীপুর: তৃণমূল সরকার মাওবাদি সরকার, আমরা যেভাবে মাওবাদী সমস্যা মোকাবেলা করেছি সেভাবেই তৃণমূল সরকার কেও মোকাবিলা করব দাবি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। রবিবাসরীয় প্রচারে নেমে কেশপুরে দাঁড়িয়ে দলের রাজ্য সভাপতি কে পাশে বসিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এ জেলার প্রাক্তন আই পি এস ভারতী ঘোষ। একদা সিপিএমের গড় এই কেশপুরকে গত লোকসভা নির্বাচনে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল।
এবার সেই কেশপুরকেই নিজেদের আয়ত্তে আনার লক্ষ্যে বিজেপি শিবির। ঘাটাল লোকসভা নির্বাচনে কেশপুর বড় ফ্যাক্টর, একটাই কেশপুর কি পাখির চোখ করে রবিবাসরীয় প্রচারে রোড শো করলেন বিজেপির তাবড় নেতৃত্ব। যদিও তৃণমূল শিবির বরাবরই দাবি করেছে, কেশপুর তাদের শক্ত ঘাঁটি। এই ঘাটিতে পদ্ম ফোটে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন।
Auto Amazon Links: No products found.