২০১৯ এর নির্বাচন উন্নয়নের হোক, ভালোবাসার হোক, ভালোথাকার হোক: দেব


মঙ্গলবার,০৯/০৪/২০১৯
416

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ২০১৯ এর নির্বাচন উন্নয়নের হোক ,ভালোবাসার হোক , ভালোথাকার হোক | ধর্ম নিয়ে নয় | মানুষে মানুষে ভেদাভেদ করে নয়। রবিবার দাসপুরে সভা থেকে এই বার্তায় দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। এখন নির্বাচন অনেকটাই ধর্ম ভিত্তিক হয়ে ওঠায় তিনি ব্যথিত | তাঁর কাছে ‘ আমি ভারতবাসী এটাই আমার সবথেকে বড় ধর্ম ‘। ২০১৪ সালের লোকসভা ভোটে এই ঘাটাল কেন্দ্র থেকেই প্রতিদ্বন্ধিতা করে তিনি আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হন।

বিজেপিকে কটাক্ষ করে ৫ বছর আগের নির্বাচনী প্রচারের তুলনা টেনে তিনি মনে করিয়ে দেন ,তখন এই পরিস্থিতি ছিল না যে , আপনারা যদি এই দলকে ভোট দেন তবে রামমন্দির হবে, আপনি মুসলিম হলে এই দলকে ভোট দেন। হিন্দু হলে এই দলকে ভোটকে ভোট দিন। যাঁরা এভাবে ভোট চাইছেন তাঁরা গরিবদের কথা ভাবছেন না, কৃষকদের কথা ভাবছেন না , ছাত্রছাত্রীদের কথা ভাবছেন না। আদিবাসী , সংখ্যালঘু ভাইবোনদের কথা ভাবছেন না। ব্রিটিশের প্রসঙ্গ টেনে এনে মনে করিয়ে দেন, হিন্দু, মুসলিম ভেদাভেদ করেই ব্রিটিশ দুশ বছর ভারতবর্ষে রাজত্ব করেছে। তাঁর প্রশ্ন, আমরা কি আবার সেই অন্ধকার দিনে ফিরে যেতে চলেছি?

মানুষের উন্নয়নে পাশে থেকেছে তৃণমূল তাই ভোটেও মানুষকে পাশে পাবে তৃণমূল রবিবার দাসপুরের সভা থেকে এই বার্তায় দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। এদিন তিনি দুটি স্থানে প্রচারসভা করেন | এরআগের সভা গুলিতে তিনি বলে এসেছেন কুৎসা, অপপ্রচার বাদ দিয়ে উন্নয়নের নিরিখে ভোট হওয়ার কথা। এদিনও তাঁর মুখে শোনা গেল সেই কথা।

তাঁর বিরোধী প্রার্থী বিজেপির ভারতী ঘোষ প্রথম থেকেই দেবকে ভুল রাজনীতির শিকার, গত ৫ বছরে কোনো উন্নয়ন করেননি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছুই করেননি, সংসদে যাননি বলে অভিযোগ করেছেন। এসবের উত্তর দিতে গিয়ে তাঁর প্রতিদ্বন্ধীকে মনে করিয়ে দে , কাউকে ছোট করে যেমন নিজে বড় হয় যায় না, তেমনি কারো দিকে কাদা ছুঁড়ে নিজে পরিষ্কার থাকা যায় না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট