আমলাশোলে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী বিরবাহা সোরেন টুডু


বৃহস্পতিবার,১১/০৪/২০১৯
487

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম আমলাশোলে ভোট প্রচার করলেন তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেন। এদিন তৃণমূল প্রার্থী বিরবাহা সোরেন ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেড়িয়ে প্রচার করলেন। কোথায় আবার গ্রামবাসীরা প্রার্থীকে পেয়ে তাদের গ্রামের রাস্তা দরকার, কেউ আবার বলে ওঠে রাস্তা করতে হব। প্রার্থীও মানুষ জনের সাথে কুশল বিনিময় করার সাথে সাথে তাদের অভাব অভিযোগ গুলি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

এদিন ঝাড়গ্রামে জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা,ঝাড়গ্রাম জেলার আহ্বায়ক উজ্বল দত্ত, বেলপাহাড়ি ব্লক তৃণমূলের সভাপতি বুবাই মাহাতো, জেলাপরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বেলপাহাড়িরহাড়দা,কাশিডাঙা,ডাঙরপাড়া,কাগজপাল, আমলাশোল, আমঝর্না, কাঁকোতে দলীয় প্রচার চালান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট