শহরের শালগাছ বাঁচাতে এলাকায় পোস্টারিং করল ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ’


বৃহস্পতিবার,১১/০৪/২০১৯
508

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: শহরের শালগাছ বাঁচাতে মঙ্গলবার বিকেলে পোস্টারিং করল ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ’। ঝাড়গ্রাম শহরের জেলখানার বিপরীত দিকে অনেক পুরোনো শালগাছের মোটা মোটা শিকড় কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ আগেই জানিয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি। এদিন বিকেল সাড়ে চারটায় ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ’ এর পক্ষ থেকে ওই শালগাছ গুলিতে পোস্টারিং করা হয়।

‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ’ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে,’গাছগুলোর ক্ষতি যাতে না হয় তার জন্য আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। শালগাছ গুলোর গোড়াতেই ঠিকাদারের কর্মীরা পিলার তৈরী করার কাজ শুরু করে দিয়েছে। প্রশাসন মুখে বলছে এক, আর কাজ করছে আরেক।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট