কয়েক হাজার কর্মী নিয়ে মিছিল করে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর মনোনয়ন


বুধবার,১৭/০৪/২০১৯
541

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকের মিছিল করে বুধবার মনোনয়ন জমা দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিতে এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা জেলা বিজেপি অফিসে জমায়েত করে। সেখান থেকে বেলা বারোটা নাগাদ জেলা সভাপতি সুখময় সৎপথি ও রাজ্য সহ-সম্পাদক অবনী ঘোষের নেতৃত্বে প্রার্থীকে নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের হয়।

হাজার তিনেক কর্মী-সমর্থকের মিছিলটি ঝাড়গ্রাম শহরের পেট্রোল পাম্প, পাঁচ মাথার মোড় ও সুভাষ পার্ক হয়ে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছায়। বেলা দুটো নাগাদ বিজেপি প্রার্থী কুনার হেমরম জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের বিভিন্ন সভা ও মিছিলে যে ভিড় দেখা গিয়েছিল জনতার সেই ঢেউ এবার দেখা যাচ্ছে বিজেপির সভা ও মিছিলে। বুধবার বিজেপি প্রার্থীর মনোনয়ন দেওয়ার মিছিলেও তার ব্যতিক্রম হয়নি বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট