পশ্চিম মেদিনীপুর: প্রচারে বেরিয়ে মমতা ব্যানার্জিকে ফের একবার আক্রমণের পথে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবি যারা রোহিঙ্গাদের নিয়ে এসে বাংলায় রাজনীতি করছে তাদের বিদায় দেবে সাধারণ মানুষ। কেন্দ্র সরকার এজেন্সি লেলিয়ে দিচ্ছে আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই আক্রমণের প্রসঙ্গেও তৃণমূল সুপ্রিমোকে এক হাত নিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি বাংলায় সিন্ডিকেটের এজেন্সি আছে, তোলাবাজির এজেন্সি আছে। পুলিশকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছেন, কাস্টমসের বিরুদ্ধে লড়ে দেশদ্রোহীতা করছে মমতা ব্যানার্জি এমন অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার সকাল থেকেই প্রথমে রেল শহর এবং তারপর মেদিনীপুর গ্রামীণ ক্ষেত্রগুলিতে ভোট প্রচার করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। হুড খোলা গাড়িতে প্রায় কুড়ি কিলোমিটার রোড শো করার পর উদয়পুরে কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করে শেষ হয় রোড শো। এদিনের রোড শো’তে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। সব মিলিয়ে প্রচারের শেষ কয়েকটা দিন কোনরকম খামতি রাখতে চাইছে না বিজেপির এই হেভিওয়েট প্রার্থী।
Auto Amazon Links: No products found.