গোপীবল্লভপুরের যুবকদের মানবিক উদ্যোগ


বুধবার,০১/০৫/২০১৯
407

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরের যুবকদের মানবিক উদ্যোগ। গরমে থাকতে পারছে না কেউ। প্রত্যেকদিনই তাপমাত্রা ৪০° এর উপরে থাকছে। এই জন্য গোপীবল্লভপুর ১নং ব্লকের শালগাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের গ্লুকোজ বিতরন করেন। এদিন তাঁরা মোট ৭০ জনকে গ্লুকোজের প্যাকেট দেন। এই উদ্যোগ কে নিয়ে উদ্যোক্তা দেবপ্রতিম পট্টনায়েক সোশ্যাল মিডিয়া তে লেখেন, “আজ আরো একটা দিন কাটালাম বাচ্চা দের সাথে শালগাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে।

মোট ৭০ জন বাচ্চার মধ্যে ৬০ জন উপস্থিত ছিলো। এই স্কুলের একটা বিশেষ গুণ আছে যা আমার মন ভালো করে দেয় সেটা হলো শিক্ষার তাগিদ।এখানকার শিক্ষক ও শিক্ষা কর্মী রা নিরলস প্রচেষ্টায় লিপ্ত বাচ্চাদের জন্য। ওদের শিক্ষা এখানে শুধু প্রথাগত নয় আত্মিকও বটে।এবং এই পরিবেশে বাচ্চাদের মধ্যে যে প্রজ্ঞার উদ্ভব হচ্ছে আগামী দিনগুলোতে তা সমাজ গঠনে অনন্য ভূমিকা নেবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট