খড়গপুরে প্রচারে আসছেন কানহাইয়া


বুধবার,০১/০৫/২০১৯
489

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বেগুসরাইয়ে ভোটপর্বের সমাপ্তি। এবার এই রাজ্যে প্রচারে আসছেন কানহাইয়া কুমার। আগামী ৫ মে খড়গপুর শহরে মেদিনীপুরের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে সভা করবেন কানহাইয়া। ধ্যান সিং ময়দান বা খড়গপুর কলেজ মাঠে এই সভা হওয়ার কথা। সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট বলেন, কানহাইয়া দেশের যুব সমাজের হার্ট থ্রব। ওর বক্তব্য নিঃসন্দেহে মেদিনীপুরে আমাদের প্রচারকে অক্সিজেন জোগাবে।

সোমবার খড়গপুরের ২৪নং ওয়ার্ড থেকে মিছিল করেন বিপ্লব। ২৫ ও ২৮নং ওয়ার্ডেও মিছিল হয়। খড়গপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি রবিশংকর পাণ্ডে বলেন, কানহাইয়ার প্রচার খড়গপুরে কোনও প্রভাব ফেলবে না। আগামী ৭ মে খড়গপুরের গিরি ময়দানে টাউন হল সংলগ্ন ময়দানে বিপ্লববাবুর হয়ে প্রচারসভা করবেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট