পঞ্চম দফায় আগামী সোমবার রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে


বৃহস্পতিবার,০২/০৫/২০১৯
414

বাংলা এক্সপ্রেস---

আগামী সোমবার পঞ্চম দফায় রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ঐদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই সাতটি লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 83 জন। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই সাত লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয়।

ওই সংগঠনের রাজ্য সংযোজক উজ্জয়নী হালিম জানান, এই সাতটি নির্বাচনী ক্ষেত্রের 83 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছি আমরা। সাধারণ মানুষ যাকে ভোট দেবেন তার সম্পর্কে জানার প্রয়োজন আছে। জনগণের কাছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অনেকের বিরুদ্ধেই গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। আবার বেশ কয়েকজন কোটিপতি প্রার্থী ও রয়েছেন। কোন রাজনৈতিক দল তাদের হলফনামায় যেন ভুল তথ্য না দেন তা দেখা উচিত নির্বাচন কমিশনের এমন প্রত্যাশাও করেন এই সংগঠনের কর্তারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট