ঝাড়গ্রাম: মোদি নোট বাতিল করেছে, জিতলে ব্যাঙ্ক বাতিল করবে, তখন আপনারা হাহাকার করবেন। রবিবার বেলপাহাড়ির হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই মোদিকে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যা কাজ করেছি, মোদি পাঁচ বছরে কাজ করেনি। এই ভোটে মোদিকে হারাতে হবে। গ্রামে গ্রামে গোরক্ষক নামে সিন্ডিকেট করে মানুষকে হত্যা করতে চাইছে। তৃণমূল আপনার ঘরের সন্তান।
মোদি নোট বাতিল করেছে, জিতলে ব্যাঙ্ক বাতিল করবে, তখন আপনারা হাহাকার করবেন: মমতা
রবিবার,০৫/০৫/২০১৯
602