যুবতী পরিচারিকার সঙ্গে সম্পর্ক- বৃদ্ধকে কুপিয়ে খুন করলো প্রেমিক


রবিবার,০৫/০৫/২০১৯
547

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: নিজের প্রেমিকার সাথে সম্পর্ক রয়েছে এক বৃদ্ধের এই সন্দেহে এক বৃদ্ধকে কুপিয়ে খুন করলো যুবতীর প্রেমিক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে খড়গপুরের ইন্দার রামকৃষ্ণ পল্লিতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মানিকলাল পান নামে এক বৃদ্ধের বাড়িতে পরিচারিকার কাজ করতো এক যুবতী। ওই যুবতীর সাথে এক যুবকের প্রণয়ের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু যুবতীর প্রেমিকের সন্দেহ মানিকলালের সঙ্গে ওই যুবতীর প্রনয়ঘটিত সম্পর্ক রয়েছে।

এই সন্দেহের বশে শনিবার রাত্রীতে ওই বৃদ্ধের বাড়িতে ঢুকে চপার দিয়ে কোপাতে থাকে। জখম বৃদ্ধের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷ লোক আসছে দেখে দৌড়ে গিয়ে বৃদ্ধের বাড়ির দরজা লাগিয়ে দদেই যুবকটি ৷ এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপিস্থিত হয় পুলিশ। পুলিশ এসে দরজা ভেঙে ওই যুবককে আটক করে ৷

ক্ষিপ্ত জনতা পুলিশের কাছ থেকে ওই যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশের চেষ্টায় তা সম্ভবপর হয়নি ৷ এদিকে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ মানিকলালকে খড়গপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ৷

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট