অন্য মেজাজে ২২ গজে দেখা গেল কেরন পোলার্ডকে


সোমবার,১৩/০৫/২০১৯
642

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত রোহিতদের, চেন্নাইকে হারিয়ে চতুর্থবার আইপিএল খেতাব ছিনিয়ে নিল মুম্বই। রবিবারের ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। প্রতি মুহূর্তে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের। এক অসাধারন ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। কিন্ত এদিন অন্য মেজাজে দেখা গেল কেরন পোলার্ডকে। এদিন শুরুটা দারুন হলেও পরপর উইকেট হারিয়ে প্রথমেই চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারে Dwayne Bravo পর পর দুটো ওয়াইড বল করেন। প্রথম বল খেলার চেষ্টা করলেও দ্বিতীয় বল তিনি ছেড়ে দেন। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার নীতিন মেনন ওয়াইড দেননি। যা মোটেও পছন্দ হয়নি পোলার্ডের। তিনি আকাশে ব্যাট ছুঁড়ে লুফে নেন। স্বাভাবিক ভাবে এদিন একেবারে অন্য মেজাজে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। সব মিলিয়ে আরও একবার রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করল মুম্বাই ইন্ডিয়ান্স।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট