বাংলা এক্সপ্রেস,মালদা: ২০১৭ সালে রাজস্থানে কাজ করতে গিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে খুন করা হয় মালদার কালিয়াচকের জালালপুরের আফরাজুল খানকে। দুই বছর পার হয়ে গেলেও এখনো কোনো বিচার পায়নি আফরাজুলের পরিবার। পিতার মৃত্যুর স্মৃতি ভেসে উঠলেই আঁতকে ওঠেন ছোট মেয়ে হাবিবা খাতুন। পিতার স্মৃতিকে সঙ্গে নিয়েই এবছর মাধ্যমিক পরীক্ষায় বসে হাবিবা। জালালপুর হাইস্কুল থেকে সে পেয়েছে ২০৩ নম্বর।মঙ্গলবার ছিল ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। পরীক্ষার পাশের খবর পেয়ে হাবিবা খাতুন তার এবং মা গুলবাহার বিবি বেশ খুশি।