বাংলা এক্সপ্রেস, যাদবপুর :মাধ্যমিকে রাজ্যের ১০ম যাদবপুরের বাসিন্দা সোহম দাস। খবর পেয়ে তার বাড়ীতে শুভেচ্ছা জানাতে যান যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। সোহমের হাতে পুষ্পস্তবক তুলে দেন তিনি। কথা বলেন পরিবারের সঙ্গে। বিধায়ক হিসাবে যতটুকু সম্ভব পাশে থাকার আশ্বাস দেন। জানতে চান সোহমের সাফল্যের কাহিনি। সোহম যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৮১।