শুরু হল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট গননা


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
1760

রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে মোট দুটি গননা কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় ভোট গননার কাজ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ১২ জন প্রার্থীর ভাগ্যফল জানা যাবে এই দুটি গননা কেন্দ্র থেকে। রায়গঞ্জ লোকসভা আসনে মূলত চতুর্মুখী প্রতিদ্বন্দিতায় লড়াইয়ে রয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, কংগ্রেসের প্রার্থী দীপা দাসমুন্সী এবং সিপিএম এর গতবারের সাংসদ তথা এবারের প্রার্থী মহম্মদ সেলিম।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপোখর এই তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে ইসলামপুর কলেজের গননা কেন্দ্রে এবং করনদীঘি, রায়গঞ্জ, হেমতাবাদ ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গননা কেন্দ্রে। প্রতিটি কাউন্টিং হলে ২০ থেকে ২৬ টি করে টেবিল রয়েছে। ১০ থেকে ১২ রাউন্ড গননায় সম্পন্ন করা হবে ভোট গননার কাজ। নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোট গননার কাজ সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজ গননা কেন্দ্রকে। প্রতিটি গননা কেন্দ্রে এক কোম্পানি আধাসামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ। দুটি গননা কেন্দ্রে মোট ৫৫ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট