পশ্চিম মেদিনীপুর:- প্রকাশ্য দিবালোকে চলল গুলি । পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক যুবককে । পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের ঘটনায় হাড়হিম করা আতঙ্কে এলাকার মানুষ । যে নিখুঁত কায়দায় এবং নির্ভুল নিশানায় এই ঘটনা ঘটানো হয়েছে তাতে পেশাদারি খুনিরাই এই কাজ করেছে এরকমটাই প্রাথমিক অনুমান যদিও কি কারনে এই খুন তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি ।
সুপারের তত্বাবধানে চলছে চিকিৎসা
নিহত যুবকের কাছ থেকে পাওয়া ভোটার পরিচিতি পত্র অনুযায়ী তার নাম সুদীপ্ত কর (২৯) বাড়ি এই জেলারই বেলদা থানার পুর্ব সাবড়া গ্রামে । যা নারায়নগড় পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত। অর্থাৎ ঘটনাস্থল থেকে যুবকের বাড়ির দুরত্ব প্রায় ৭০কিলোমিটার।
খড়গপুর শহরে মঙ্গলবার দুপুর ১টা ২০নাগাদ ঘটনাটি ঘটেছে আইআইটি বাইপাশের ওপর ভোকেশনাল ইনস্টিটিউটের কাছে যা প্রেমবাজার ও হিজলী ফরেষ্ট ডিভিসনের বাসস্টপেজের মধ্যবর্তী জায়গায় একটি পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে ।চিকিৎসকরা দ্রুততার সংগে যুবককে আইসিসিইউতে নিয়ে অস্ত্রপ্রচারের উদ্যোগ নেয় কিন্তু কণ্ঠনালি থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি তার আগেই মৃত্যু হয় যুবকের ।