আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।


সোমবার,২৭/০৫/২০১৯
649

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; পরীক্ষার ৭৪ দিনের মাথায় আজ সংসদ প্রকাশ করল ফল। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ১৩৭ জন ছাত্রছাত্রী,এবার মোট পাশের হার ৮৬.২৯ শতাংশ৷ ছাত্রদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ, ছাত্রীদের হার ৮৫.৩০ শতাংশ৷ মেধাতালিকায় অধিকাংশ স্থানই দখল করে নিয়েছে জেলার পড়ুয়ারা৷ উচ্চমাধ্যমিকে প্রথম: শোভন মণ্ডল (৪৯৮)– বীরভূম এবং রাজর্ষি বর্মন (৪৯৮)। দ্বিতীয়-সংযুক্তা বসু (মেয়েদের মধ্যে প্রথম) তন্ময় মেইকাপ, ঋতম নাথ, স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র ৪৯৬। তৃতীয়- বর্ণালী ঘোষ, সুক্রিয় চক্রবর্তী মৃণ্ময় মণ্ডল, সুপ্রিয় শীল ৪৯৪ । চতুর্থ- আকাশ রক্ষিত, ঐতিহ্য সাহা, রাকেশ দে, শ্রমণ জানা, শ্রেয়সী সরকার, কমল দাস ৪৯১

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট