রমজান মাসে চড়া ফলের দাম, কাটছাঁট ইফতারের থালা


সোমবার,২৭/০৫/২০১৯
770

হাওড়া: রমজান মাসে ইফতারের সময় বড় বড় থালায় আদা মেশান কাঁচা ছোলা ফল, সঙ্গে সরবত থাকবেই। যার যেমন সাধ্য। কিন্তু এবারে বাজারে ফলের দাম ঊর্ধ্বমুখী। কিনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোজাদারদের। গতবছর ফলের দাম যা ছিল তা থেকে এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। সেখ রজব আলী ফল কিনতে এসেছিল আমতা বাজারে।রজব আলী বলেন, রমজান মাসে প্রতিদিনই ফল কিনতে আসি। এবছর দেখছি সব কিছু ফলের দাম বেড়েছে। বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আমাদের। তাই পরিমাণ কমিয়ে দিয়েছি। বেশি দাম হওয়ায় মার খাচ্ছেন ফল ব্যবসায়ীরাও। অনেকদিন ধরেই আমতা বাজারে শসা ও কাঁচা সবজি বিক্রি করে আসছেন অমিত সাধুখাঁ।

তিনি বলেন, এক সময় শসা বিক্রি করেছি ৫/৬ টাকা কিলো। এখন বিক্রি করছি ৪০ টাকা। বেশি দামে আমাদের মাল কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।আমতা বাজার ঘুরে দেখা গেল ফলের দাম আপেল ১৮০ থেকে ২৩০ টাকা কিলো।আম ৬০ টাকা,মোসাম্বি লেবু ১২ টাকা পিস,বেদানা ১৭০ কিলো, আঙ্গুর ২০০ টাকা কিলো।সাধারন মানের খেজুর ১০০ টাকা,তরমুজ ২৫ টাকা কিলো।এক রোজাদারদের কথায় গত বছরের থেকে এবারে অনেক দাম বেশি আপেলে তো হাতই দেওয়া যাচ্ছে না। এক প্রকার নাজেহাল অবস্থা রোজাদারদের।বাগনান স্টেশনের পাশেই ফলের বড় বাজার প্রতিদিন বিকালে সেখানে রোজাদারদের ভিড় লেগে থাকে। দাম বাড়ার ফলে এবারে আর সেভাবে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। এক বিক্রেতা জানান, সারা বছর ধরে আমরা রমজান মাসের দিকে তাকিয়ে থাকি এবারে সব ফলের দাম বেড়ে যাওয়ায় আজ কুড়িটা রোজা হয়েগেল আগের মতো বিক্রি বাটা হচ্ছে না।তবে তরমুজের দাম কিছুটা সস্তা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট