টিএমসিপি সংগঠনে হাল ফেরাতে নতুন কমিটি ঝাড়গ্রামে


রবিবার,০২/০৬/২০১৯
490

ঝাড়গ্রাম : লোকসভায় বিজেপি ভালো ফল করতেই দাপিয়ে বেড়াচ্ছে অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি। যাঁদের পতাকা আগে দেখা যেত না কলেজ ক্যাম্পাসে, তাঁদের পতাকায় এখন উড়ছে কলেজ গেটে। কিছুদিন আগে শিলদা কলেজে এবিভিপি তাদের সংগঠন নতুন করে তৈরি করেছে। যা কিনা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টিএমসিপি নেতাদের। এবার তাই নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত কয়েক বছর কলেজ গুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির তেমন কোন কার্যকারিতা লক্ষ্য করা যায়নি।

এবার তাই ঝাঁকুনি দিতেই নতুন করে সংগঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন প্রজন্মকেও দলে টানার চেষ্টা করা হচ্ছে। শনিবার ঝাড়গ্রাম শহরের এক গেস্ট হাউসে বৈঠকে বসে টিএমসিপির নেতারা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন, জেলা টিএমসিপির সভাপতি সত্যরঞ্জন বারিক, কার্যকরী সভাপতি আর্য ঘোষ সহ ঝাড়গ্রাম শহর ও গ্রামীণের নেতা-সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঝাড়গ্রাম শহর টিএমসিপির সভাপতি করা হয় রাজ কলেজের প্রাক্তন জিএস দেবনাথ দে, কার্যকরী সভাপতি রঞ্জন মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ সভাপতি করা হয় শেখ নজরুল ও কার্যকরী সভাপতি করা হয় কৌশিক মাহাতোকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট