চোলাই বিরোধী অভিযানে গিয়ে এবার আক্রান্ত হলেন খোদ আবগারী দফতরের ওসি


সোমবার,১০/০৬/২০১৯
547

পশ্চিম মেদিনীপুর:- চোলাই বিরোধী অভিযানে গিয়ে এবার আক্রান্ত হলেন খোদ আবগারী দফতরের ওসি। স্থানীয়রা ওসিকে রাস্তায় ফেলে মারধোর করার পাশাপাশি আবগারি দফতরের গাড়িও ভাংচুর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের অন্তর্গত চন্দ্রকোনা রোড সংলগ্ন ঘাটমুড়া এলাকায়। জখম অবস্থায় গড়বেতা সার্কেলের ওসি চন্দন দাসকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে চন্দ্রকোনা টাউন হাসপাতালে। ঘটনা নিয়ে উত্তেজনা এলাকায়।

এলাকাবাসীদের বক্তব্য, তাদের বাড়িতে ঢুকে চাল সহ অন্নান্য সামগ্রী ফেলে দিচ্ছিল, পাশাপাশি মহিলাদের গায়েও হাত তুলেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অনুদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান আবগারি দফতরের সুপারিন্টেন্ডেন্ট একলব্য চক্রবর্তী। তিনি বলেন, “নির্দিষ্ট খবরের ভিত্তিতেই আমরা অভিযানে যায়। এই ধরনের ঘটনা কাম্য নয়। তবে আমাদের অভিযান চলবে। অবৈধ চোলাইয়ের ঠেক আমরা করতে দেব না।”এই ঘটনায় আহত হয়েছেন আবগারি দফতরের আরও কয়েকজন কর্মী ৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট