সরকারের কাছে আমাদের আবেদন NRS সহ রাজ্যের সমস্ত হাসপাতালে পরিষেবা প্রদানের পরিকাঠামো বৃদ্ধি করা হোক


মঙ্গলবার,১১/০৬/২০১৯
637

গতকাল গভীর রাতে NRS Medical College হাসপাতালে একজন মুমূর্ষু ও বর্ষীয়ান রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল বহিরাগত কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর বর্বরোচিত আক্রমণ চালায় এবং হাসপাতালে যথেচ্ছ ভাঙ্গচূর চালায়।আক্রান্ত জুনিয়র ডাক্তারদের মধ্যে একজন (পরিবহ মুখোপাধ্যায়) এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এবং ventilator এ তার চিকিৎসা চলছে।

এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পাশাপাশি এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে যে সব চিকিৎসক আন্দোলনে নেমেছেন তাদেরকে যানাই সংগ্রামী অভিনন্দন। আন্দোলনে আরো ব্যাপক অংশের চিকিৎসকদের এগিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি। প্রয়োজনে জরুরী পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা প্রদানের ক্ষেত্রে সাময়িকভাবে pen down এর মত পদক্ষেপও নেওয়া যেতে পারে। তাকে আমরা সমর্থন জানাচ্ছি।

সরকারের কাছে আমাদের আবেদন NRS সহ রাজ্যের সমস্ত হাসপাতালে পরিষেবা প্রদানের পরিকাঠামো বৃদ্ধি করা হোক এবং ঘটতি লোকবল নিয়োগ করা হোক। অন্যথায় পরিষেবা না পেয়ে রোগীর বাড়ির লোকজনের ক্ষোভ কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উপরই এসে পড়বে। উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থাও অবিলম্বে সরকারকেই নিতে হবে।

ডা সজল বিশ্বাস
সাধারণ সম্পাদক
সার্ভিস ডক্টরস ফোরাম

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট