মমতা ব্যানার্জী সবথেকে অসফল মূখ্যমন্ত্রী কটাক্ষ দিলীপ ঘোষের


মঙ্গলবার,১১/০৬/২০১৯
493

পশ্চিম মেদিনীপুর:– মমতা ব্যানার্জী সবথেকে অসফল মূখ্যমন্ত্রী।তিনি পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করছেন আর তাই কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এনআরএস কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি সন্দেশখালি ইস্যুতে মঙ্গলবারই বিজেপির শীর্ষ নেতা মুকুল রায় দাবি করেছিলেন অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া জরুরী। সেই দাবিকেই কার্যত সীলমোহর দিয়ে বিজেপির রাজ্য সভাপতি এক হাত নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল শিবিরকে। তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশ বাহিনী কে সাথে নিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন ফের একবার অভিযোগে সরব দিলীপ ঘোষ।

মঙ্গলবার লোকসভার অন্তর্গত ডেবরা ব্লকে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। তৃণমূল ছেড়ে এদিনও প্রায় সাড়ে চারশো নেতা কর্মী যোগ দেয় বিজেপিতে। তাদের হাতে পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সাথেই অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। শুধু দিলীপ ঘোষই নন বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস নিয়ে একের পরে ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন আইপিএস তথা দাপুটে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এন আর এস কান্ডেও সরকারকে ফের একবার বিঁধলেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট