কলকাতা : সন্দেশখালি ঘটনার প্রতিবাদে বিজেপি পক্ষ থেকে লাল বাজার অভিযানের ডাক দেয়া হয়েছিল। বুধবার লালবাজার অভিযান ঘিরে রণক্ষেত্র চেহারা ধারণ করে সেন্ট্রাল এভিনিউ। সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল করে লালবাজার এর উদ্দেশ্যে রওনা দেন বিজেপির নেতা কর্মীরা। সেন্ট্রাল এভিনিউ এর কাছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এর এই মিছিল পৌঁছালে পুলিশ তা রুখে দেওয়ার চেষ্টা করে। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলে অংশগ্রহণকারী হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক লালবাজারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তা রক্ষার চেষ্টা করে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আন্দোলনকারীদের প্রতিহত করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। সেই সঙ্গে জলকামান ছোড়ে পুলিশ। রণক্ষেত্রে চেহারা ধারণ করে সেন্ট্রাল এভিনিউ। উল্টোদিকে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এই লালবাজার অভিযান কে ঘিরে অগ্নিগর্ভ চেহারা ধারণ করে।
বুধবার লালবাজার অভিযান ঘিরে রণক্ষেত্র চেহারা সেন্ট্রাল এভিনিউ
বুধবার,১২/০৬/২০১৯
781