প্রবল ঝড় বৃষ্টিতে ভুট্টা চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উত্তর দিনাজপুরে। উক্ত ঝর বৃষ্টি হয় টানা তিন ঘন্টা ধরে। সোমবার রাত ১২ টা থেকে তিন ঘণ্টা উত্তর দিনাজপুরের বিভিন্ন অংশে প্রবল ঝর বৃষ্টি হয়।। ভুট্টা গাছ ভেঙে লুটিয়ে পরে মাটিতে বিঘার পর বিঘা। ক্ষয়ক্ষতির পরিমান এতই বেশি যে তা দেখে মাথাই হাত পড়েছে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষিদের। জেলার ব্লক অধিকারীদের দফতর গুলিতে ক্ষতিপূরণের কথা ইতিমধ্যে জানানো হয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, হেমতাবাদ, রায়গঞ্জ, গোয়ালপোখর ইত্যাদি সহ্ বিস্তীর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন ক্ষতিপূরণ না পেলে তারা সর্বস্বান্ত হয়ে পড়বেন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা না করা হয় তবে তারা বিভিন্ন ব্লকে ধর্নায় বসবেন। এখনও পর্যন্ত প্রশাসন বা জেলা কৃষি দপ্তর থেকে কোন ক্ষয়ক্ষতির রিপোর্ট সংগ্রহ শুরু করা হয়নি বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ভুট্টা চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুরে !
বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
787