সেনা ও আইএসআইয়ের সমালোচোনা কারক সাংবাদিককে কুপিয়ে খুন পাকিস্তানে


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
897

ইসলামাবাদ: হামলাকারীদের হাতে খুন পাকিস্তানের এক ব্লগার-সাংবাদিক, যিনি দেশের সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কট্টর সমালোচক বলে পরিচিত ছিলেন। এই ব্লগার-সাংবাদিকএর নাম বিলাল নামে পরিচিতি মেলে। বিলালের ওপর আক্রমণ হয় ইসলামাবাদের জি-৯/ এলাকায় এবং তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়া যাওয়ার আগে তিনি মারা যান ডাক্তার চিহ্নিত করে বলেন । মারাত্মক ভাবে জখম কাকাও ভর্তি হাসপাতালে। সোস্যাল মিডিয়ায় লেখালেখি ছাড়াও ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন বিলাল।

১৬ হাজারের বেশি ট্যুইটার ফলোয়ার তাঁর, ইউটিউব চ্যানেল দেখে প্রায় ৪৮ হাজার মানুষ, ফেসবুকে তাঁকে ফলো করে ২২০০০ লোক। বিলাল ইসলাবাদের বালটিস্তানের ছেলে,, ইসলাবাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বিলালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ আছে বলে দাবি বিলালের বাবার। বিলালের এরকম মৃত্যু কে ঘিরে ট্যুইটারে অনেকে বলতে থাকেন, পাক সেনা, আইএসআইয়ের নিন্দা, সমালোচনার জন্যই খুন হলেন বিলাল।

 

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট