Motorola নিয়ে এসেছে এক নতুন স্মার্টফোন One Vision


শনিবার,২২/০৬/২০১৯
1049

Motorola নিয়ে এসেছে এক নতুন স্মার্টফোন One Vision। ইউরোপে কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল এই স্মার্টফোনটি। কিছু দিন আগে ছিল দিল্লিতে এই ফোনটির লঞ্চ ইভেন্টে। ফোনটি আগেই লঞ্চ হয়ে গিয়েছে বিদেশে, ফোনটি শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে। Motorola One Vision ফোনটি নিয়ে আসছে 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন 1080 * 2520 পিক্সেল। এই ফোনে ওজন হতে পারে 200 গ্রাম। এটা কোম্পানির এই প্রথম ফোন হবে যাতে থাকবে Exynos 9609 চিপসেট। ফোনটির শুধু 4GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি লঞ্চ হবে ভারতে। ফোনে থারবে 3.5mm অডিও জ্যাক।এই ফোনটি চলবে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 9 Pie-এ।

ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি, যাকে চার্জ করার জন্য ব্যবহার করা হবে 15W ফাস্ট চারজিং। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 25 মেগাপিক্সেল এর ফ্রন্ট ফেসিংক্যামেরা। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision যার দাম ঠিক হয়েছে 19,999 টাকা। 27th June থেকে পাওয়া যাবে শুধুমাত্র Flipkart-এ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট