সরকারী নানা প্রকল্পের কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।নেতার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির


বৃহস্পতিবার,২৭/০৬/২০১৯
443

পশ্চিম মেদিনীপুর:- রাজ্যজুড়ে চলছে কাটমানি ইস্যু।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টাকা ফেরতের কারণে ঘাম ছুটেছে তৃণমূল স্থানীয় নেতাদের।কাটমানি ফেরত চেয়ে রাত পর্যন্ত বিক্ষোভ বিজেপির।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দাড়িমারা গ্রামের।জানা গিয়েছে নিমাই বারিক (দারিমারা), শঙ্কর দাস (বাঁধগোড়া), তপন ভূইয়া (বড়ামারা), রাজেন হাঁসদা (বাঁধগোড়া) নামক কতিপয় তৃণমূল কর্মী প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা বিকাশ যোজনা,১০০ দিনের কাজ সহ একাধিক সরকারী প্রকল্পের কাজ দেওয়ার নাম করে টাকা আত্মসাত করে।সেই দাবিতে বিকেল থেকে রাত পর্যন্ত নিমাই বারিকের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি।যদিও মূল অভিযুক্ত নিমাই বারিক তিনদিন ধরে পলাতক।

রাত পর্যন্ত চলা এই বিক্ষোভ অবস্থান তুলতে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।তৃণমূল নেতাকে মদত ও আশ্রয় দেওয়ার কারণ দেখিয়ে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থককেরা।পরে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় পুলিশ।ঘটনায় প্রবল উত্তেজনা এলাকায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট