ফের রাজ্য পুলিশে রদবদল, রাজ্য পুলিশের নতুন DG সঞ্জয় চান্দের


শুক্রবার,২৮/০৬/২০১৯
736

ফের রাজ্য পুলিশে রদবদল, রাজ্য পুলিশের নতুন DG সঞ্জয় চান্দের। রাজ্যের সবচ্চ স্তরে পুলিশে সরিয়ে দেওয়া হল পুলিশের মহানির্দেশক (ডিজি) বীরেন্দ্রকে। তাঁর স্থানে নতুন ডিজির দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় চান্দের। বর্তমানে এডিজি (সিআইএফ) পদে আছেন এই আইপিএস অফিসার।
বীরেন্দ্রকে নিয়ে পুলিশের অন্দরে ক্ষোভ বাড়ছিল। পুলিশ প্রশাসনের প্রতিটি স্তরে তিনি সঠিক ভাবে বার্তা পৌঁছতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে।

এমনকী ভাটপাড়ায় থানা উদ্বোধনের দিন অশান্তির খবর শুনে তিনি যেভাবে মাঝপথ থেকে ফিরে এসেছেন, তা ভালোভাবে নেননি পুলিশের অন্য আধিকারিকরা। যার জেরে অসন্তোষ দানা বাঁধছিল। এই জন্য শুক্রবার বীরেন্দ্রকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। এদিকে, পুলিশ কর্তা হিসেবে প্রায় চার দশকের কর্মজীবনে নানা সময়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সঞ্জয় চান্দের। বর্তমানে তিনি এডিজি (সিআইএফ) পদে আছেন। এবার তাঁর হাতে রাজ্য পুলিশের দায়িত্ব তুলে দেওয়া হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট