আবারও যোগীরাজ্যে আক্রমণের শিকার মুসলিম সম্প্রদায়ের কিশোর


শনিবার,২৯/০৬/২০১৯
335

উত্তরপ্রদেশ: আবারও যোগীরাজ্যে আক্রমণের শিকার মুসলিম সম্প্রদায়ের কিশোর। ফেজ টুপি পরার ‘অপরাধে’ এবং ‘জয় শ্রীরাম’ বলতে জোর করার জন্য প্রচন্ড প্রহর করা হয় তাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে।জানা গিয়েছে, শুক্রবারের নমাজ শেষে ১৬ বছরের মহম্মদ তাজ যখন বাড়ি ফিরছিলেন, তখনই কিদওয়াই নগরে বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাঁকে ঘিরে ধরে। এরপরই তাজের ফেজ টুপি খুলে ফেলে দেওয়া হয়। জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্যে।সে অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতোমধ্যেই বিষয়টি সাড়া ফেলেছে বিভিন্ন দিকে। চাপের মুখে ১৫৩এ ধারায় পুলিশ মামলা রুজু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

দিন কয়েক আগেই ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। তার আগে তাঁকে দিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান বলানো পর্যন্ত হয়। এরাজ্যেও জয় শ্রীরাম না বলতে চাওয়ায় ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এক মাদ্রাসা শিক্ষককে। গোটা দেশেই আপাতত এই দৃশ্য বারবার দেখা দিচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট