নবদ্বীপ ও মায়াপুরকে ঢেলে সাজানো হবে, ঘোষণা মমতার


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
449

আজ রথযাত্রা। ধর্মীয় রীতিনীতি মেনে রাজ্যের সর্বত্র নিষ্ঠাভরে রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ইসকনের রথযাত্রা। গুরুসদয় রোডে সুসজ্জিত তিনটি রথে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে এনে বসানো হয় সকালে। কলকাতা ইস্কনের রথ যাত্রার সূচনায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার প্রধান অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটের নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, প্রাক্তন সাংসদ সুব্রত বক্সি, অভিনেতা সোহম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। ছিলেন অগণিত ভক্ত বৃন্দ। ইসকনের মহারাজদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে পূজার্চনার আয়োজন করেছিলেন।

ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের উপরে উঠে তিনি পূজার্চনায় অংশ নেন। মুখ্যমন্ত্রী তার ভাষণে নবদ্বীপ ও মায়াপুর কে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন মায়াপুর ও নবদ্বীপ তীর্থক্ষেত্রে পরিণত করা হবে। প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এই তীর্থক্ষেত্রে আসবেন। সেখানে বিশাল কর্মযজ্ঞ চলছে বলে ঘোষণা করেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানান। জাতিতে জাতিতে ভেদাভেদ ফুলে অনুষ্ঠান উৎসবে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট