দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে পাবজি মোবাইল গেম । মাঝের মধ্যেই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এই গেমের প্রতিযোগিতা । এবার সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হতে চলেছে দেশের মধ্যে সব থেকে বড় পাবজি প্রতিযোগিতা । এই টুর্নামেন্টের জন্য Oppo-র সঙ্গে হাত মিলিয়েছে জনপ্রিয় এই গেম । প্রতিযোগিতা জিতলে পাওয়া যাবে ১.৫ কোটি টাকা । ১লা জুলাই থেকে শুরু হয়েছে The Pubg Mobile India Tour 2019, আর দেশের সব পাবজি খেলোয়াড় এতে অংশগ্রহণ করতে পারবেন । নাম নথিভুক্ত করার জন্য কোন ও ফ্রি দিতে হবে না । পাবজি মোবাইল টিম জানিয়েছেন যে ৪ মাস ধরে চলবে এই ইভেন্ট । আর এই ইভেন্ট দেশের এখনো পর্যন্ত আয়োজিত সব চেয়ে বড় ই-স্পোটস ইভেন্ট ।অক্টোবর মাসে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে হবে আয়োজিত হবে কলকাতায় । রিজিওনাল ফাইনালস খেলা হবে জয়পুর, গুয়াহাটি , পুনে আর ভাইজ্যাকে ।
অনুষ্ঠিত হতে চলেছে দেশের মধ্যে সব থেকে বড় পাবজি প্রতিযোগিতা
বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
1035