এবার দেশজুড়ে জিও JioGigaFiber পরিষেবা আনতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি

প্রতিবারই কিছু না কিছু আকষনীয় অফার ঘোষণা করে গ্রাহকদের চমকে দেয় রিলায়েন্স জিও । কোম্পানির লোভনীয় সব অফার চিন্তায় ফেলে দেয় অন্যান্য টেলিকম সংস্থাকে । কিন্তু এবার তারা যে অফার আনতে চলেছে । তা অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেল ।এবার দেশজুড়ে জিও JioGigaFiber পরিষেবা আনতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি ।যাতে ব্রডব্যান্ড, টিভি ,এবং ল্যান্ডলাইনের জন্য আর আলাদা করে টাকা খরচ করার প্রয়োজন নেই । এই কম্বো প্যাকেই পাওয়া যাবে সব রকম সুবিধা । তাও আবার আকষণীও দামে । মাসে মাএ ৬০০ টাকার বিনিময়েই টেলিভিশন, ইন্টারনেট ও ল্যান্ডলাইনের সমস্ত পরিষেবা পাবেন গ্রাহকরা ।

গত বছর আগস্টে কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই পরিষেবা পেতে গ্রাহকদের প্রথম সারে চার হাজার টাকা জমা দিতে হবে । শোনা যাচ্ছে , সেই টাকার অঙ্ক কমে হয়েছে আড়াই হাজার টাকা । তবে খরচ কমার পাশাপাশি ইন্টারনেট স্পিড কমতে পারে বলে খবর । ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড । ৬০০ টাকার প্যাকটিতে পাওয়া যাবে ৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিড । ২০১৮ সালে JioGigaFiber ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছি রিলায়েন্স । গত একবছর ধরে ভারতের বিভিন্ন শহরে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করেছে রিলায়েন্স ।

এই প্যাকে থাকছে ১০০ জিবি ইন্টারনেট ডেটা । সেটি শেষ হয়ে গেলে My Jio অ্যাপ থেকে টপআপ রিচাজ করিয়ে নিতে পারবেন । পাবেন ৪০ জিবি ডেটা। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই দেশজুড়ে এই পরিষেবা চালু করতে পারবেন ।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: