লন্ডন : শেষ লিগ ম্যাচে সেমিফাইনালের লড়াইয়ে পাকিস্তানের ৩১৫ রান করে ৯ উইকেটের বিনিময়ে ।প্রায় ৩১৬ রানের ব্যবধানে জিতলে তবে সেমিফাইনালের লড়াইয়ে থাকবে এই অবস্থায় প্রথম ব্যাট করে এই রান করে ।ইমামুল হক ১০০, বাবর আজম ৯৬ রান করে ।বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৫ ও মহম্মদ সঈফুদদিন ৩ উইকেট নেন ।এখন পাকিস্তানের সামনে প্রেস্টিজ ফাইট, অন্তত ম্যাচটি ভালো ভাবে জিতে বিশ্বকাপ অভিযান শেষ করা ।অন্য দিকে বাংলাদেশ তাকিয়ে সাকিব আল হাসান এর দিকে, তারাও চায় বাঘের মতো ম্যাচ খেলতে ও জিততে – – – সেটা আর কয়েক ঘন্টা পর জানা যাবে ।