ধর্মের ভিত্তিতে কাউকে জঙ্গি বলা উচিত নয়, কেন্দ্রের মাদ্রাসা-মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


শুক্রবার,০৫/০৭/২০১৯
533

ধর্মের ভিত্তিতে কাউকে জঙ্গি বলা উচিত নয়। কোনও একজন জঙ্গি হলে, গোটা সম্প্রদায়কে জঙ্গি বলা মোটেও ঠিক নয়’, মাদ্রাসা নিয়ে কেন্দ্রের বিরোধিতায় মুখখুল্লেন মমতা।ধর্মীয় ভেদাভেদ নিয়ে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।

ধর্মের ভিত্তিতে কাউকে জঙ্গি বলে দেগে দেওয়া উচিত নয়। কেন্দ্রের মাদ্রাসা-মন্তব্যের বিরোধিতা করে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় ভেদাভেদ নিয়ে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। মাদ্রাসা নিয়ে রাজ্যের তথ্য নেয়নি কেন্দ্র নিজেদের মতো বক্তব্য জানিয়েছে ।‘এটা ঠিক কাজ হয়নি’, বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মাদ্রাসা-মন্তব্যের বিরোধিতা করে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশাল জনমতের সাক্ষে দ্বিতীয়বার মোদি সাকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস,এই স্লোগানকে সামনে রেখেই এগনোর কথা বলছে।কিন্তু দেশ জুড়ে বাড়ছে ধর্মীয় ভেদাভেদ।গো-হত্যার অভিযোগে গণপিটুনি শিকার হচ্ছেন মানুষ। জয় শ্রীরাম- না বলায় খুন হতে হচ্ছে। সংখ্যালঘুদের নিগ্রহ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মানবাধিকার শাখা ওরেটর ওএনজি-র বিবৃতিতে উঠেছে এরাজ্যে আক্রান্ত ক্যানিংয়ের শাহরুখ হালদারের কথাও।

আবার কেন্দ্রীয় সরকারের তরফে পাল্টা রাজ্যের কিছু মাদ্রাসার জঙ্গি যোগের অভিযোগ তোলা হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুক্রবার এই সবকা সাথের স্লোগানে দেশের সংখ্যালঘু সমাজের কথা ভেবে এই প্রশ্নর কার্যত তুলে দিলেন।কেন্দ্রের মাদ্রাসা মন্তব্যের বিরোধিতা করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্মের ভিত্তিতে ভাগাভাগি নয় ৷ সব ধর্মেই জঙ্গি, সমাজবিরোধী রয়েছে। ধর্মের ভিত্তিতে কাউকে জঙ্গি বলা ঠিক নয়। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হতে দেব না ৷মুখ্যমন্ত্রীর আশঙ্কার প্রতিধ্বনি শোনা গেল অমর্ত্য সেনের গলায়। এদিন শিশির মঞ্চে একটি আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেখানেই ধর্মীয় ভেদাভেদ নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর আশঙ্কার প্রতিধ্বনি শোনা গেল অমর্ত্য সেনের গলায়। এদিন শিশির মঞ্চে একটি আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেখানেই ধর্মীয় ভেদাভেদ নিয়ে সরব হন তিনি। দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার বাড়বাড়ন্তের বিরুদ্ধে সরব মমতা-অমর্ত্য। সেই আওয়াজ কি শাসকের কানে পৌঁছবে? দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার বাড়বাড়ন্তের বিরুদ্ধে সরব মমতা-অমর্ত্য। সেই আওয়াজ কি শাসকের কানে পৌঁছবে?

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট