আজ থেকে ভারতে ডাউনলোড করা যাবে পাবজি লাইট বেটা


শনিবার,০৬/০৭/২০১৯
1274

আজ থেকে ভারতে ডাউনলোড করা যাবে পাবজি লাইট বেটা । কম শক্তিশালী স্পেসিফকেশনের কম্পিউটারের মাথায় রেখে পাবজি লাইট প্রকাশ্যে আনে সংস্থা । বিনামূল্যেই সংস্থার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এই গেম । গোটা পৃথিবীতে অনলাইন গেম হিসাবে যথেষ্ট জনপ্রিয় হল প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ড । তবে বেশির ভাগ খেলোয়াড়ই সীমিত ফোনে ।

গেমটি একটি কম্পিউটার ভাসান সেভাবে আকষণ করতে পারেনি খেলোয়াড়দের । এর প্রধান কারণ হচ্ছে পাবজি পিসি এর জন্য প্রয়োজন বেশি RAM ও শক্তিশালী প্রসেসর । পাবজি লাইট গেমটি খেলা যাবে কম RAM -এ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট